স্কুলে ৮,৪৭৭ ক্লার্ক ও গ্রুপ ‘ডি’ পদে কর্মী নিয়োগ, জানুন আবেদন পদ্ধতি।

আপনি কি একটি ভালো সরকারি চাকরির জন্য অপেক্ষা করছেন? তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশন রাজ্যের সরকার পোষিত স্কুলে ক্লার্ক ও গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ২৯ আগস্ট। আপনিও যদি এই চাকরিতে আবেদন করতে ইচ্ছুক থাকেন, তাহলে এই প্রতিবেদনটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়ুন। বিভিন্ন জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় আবেদনযোগ্য। একাধিক শূন্যপদে নিয়োগ করা যাবে। এই প্রতিবেদনে নিয়োগ সংক্রান্ত তথ্য বিস্তারিত ভাবে আলোচনা করা হলো।

নিয়োগ সংস্থা:- পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশন।

পদের নাম:- ক্লার্ক এবং গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে।

শূন্যপদের সংখ্যা:- দুটি বিভাগ মিলিয়ে মোট শূন্যপদ রয়েছে ৮,৪৭৭ টি। গ্রুপ ডি পদের জন্য শূন্যপদ রয়েছে ৫,৪৮৮টি এবং ক্লার্ক পদের জন্য শূন্যপদ রয়েছে ২,৯৮৯টি।

শিক্ষাগত যোগ্যতা:- গ্রুপ ডি পদের জন্য আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস। তবে উচ্চশিক্ষিতরাও এই পদের জন্য আবেদন করতে পারবেন।
ক্লার্ক পদের জন্য আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে স্নাতক পাস। তবে উচ্চশিক্ষিতরাও এই পদের জন্য আবেদন করতে পারবেন।

বয়স সীমা:- গ্রুপ ডি এবং ক্লার্ক এ দুটি পদের জন্যই আবেদনকারদের বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীদের জন্য নির্দিষ্ট বয়স পর্যন্ত ছাড় দেওয়া হবে।

বেতন স্কেল:- গ্রুপ ডি এবং ক্লার্ক পদে নিয়োগ হওয়া চাকরিপ্রার্থীদের বেতন সংক্রান্ত তথ্য বিস্তারিত জানার জন্য পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটটি ফলো করুন।

আরোও পড়ুন:- Aadhaar Card: আধার কার্ড আপডেট করতে ফি দিতে হবেনা ৭ থেকে ১৫ বছর বয়সী শিশুদের।

আবেদন প্রক্রিয়া:- আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে। আবেদন করার জন্য স্কুল সার্ভিস কমিশন এর (www.westbengalssc.com) এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। একজন চাকরিপ্রার্থী যে কোন একটি পদের জন্য আবেদন করতে পারবেন।
আবেদন করতে হলে প্রথমে এই ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়ার সম্পূর্ণ করতে হবে। এরপর প্রদত্ত ইউজার আইডি দিয়ে লগইন করে আবেদনপত্র নির্ভুলভাবে পূরণ করতে হবে। উল্লেখিত ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করে আবেদনমূল্য জমা দিয়ে সাবমিট করতে হবে। আমাদের মূল্য জমা দেওয়ার সময় আবেদনমূল্যের একটি কপি প্রিন্ট আউট করিয়ে সংরক্ষণ করে রাখবেন ভবিষ্যতের রেফারেন্স এর জন্য।


আমাদের মূল্য সংক্রান্ত তথ্য বিস্তারিত জানতে ওয়েবসাইট ফলো করুন।

নিয়োগ প্রক্রিয়া:- গ্রুপ ডি এবং ক্লার্ক এই দুই পদের ক্ষেত্রেই SLST লিখিত এবং ইন্টারভিউ নেওয়া হবে। এ দুটি পরীক্ষায় উত্তীর্ণ হলেই যোগ্য প্রার্থীদের নির্বাচিত করা হবে সংশ্লিষ্ট পদে।

আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১৬ই সেপ্টেম্বর থেকে এবং আবেদন করা যাবে ১৮ই অক্টোবর পর্যন্ত।
একদিকে এসএসসি নিয়োগ হওয়া চাকরিহারারা শিক্ষকতার চাকরি ফিরে পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, এরমধ্যেই নতুন করে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রথম ধাপ অর্থাৎ লিখিত পরীক্ষা কিছুদিন আগেই শেষ হয়েছে। অন্যদিকে চাকরিপ্রার্থীদের অনেক দিনের অপেক্ষা স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি এবং ক্লার্ক পদে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য। ইতিমধ্যে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি এবং ক্লার্ক পদে আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আপনি যদি এই পরীক্ষার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন, তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন।

বিঃদ্রঃ– এখানকার সমস্ত তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। bengalipath.com শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এই পোর্টাল টি কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা কখনোই করে না। আমরা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে Published করে থাকি এই পটালে। bengalipath.com সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।

Join Group Join Group