রেল টিকিট থেকে স্পিড পোস্ট এবং ব্যাংকিং নিয়ম থেকে ইউপিআই, ১ অক্টোবর থেকে একাধিক নিয়মে পরিবর্তন করা হয়েছে, কোন কোন ক্ষেত্রে কি পরিবর্তন হলো।

পয়লা অক্টোবর থেকে একাধিক নিয়মে বড়সড়ো পরিবর্তন আনা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। আপনি যদি এই পরিবর্তনগুলো সম্পর্কে অবগত না থাকেন, তাহলে বিভিন্ন সমস্যার মধ্যে পড়বেন। কেন্দ্রীয় সরকার এবং রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া মাঝে মধ্যেই বিভিন্ন সরকারি নিয়ম নীতির পরিবর্তন করে থাকেন।সাধারণ মানুষের সুবিধার্তে এই রকম পরিবর্তনের চিন্তা ভাবনা নেওয়া হয় সরকারের পক্ষ থেকে। বিশেষ করে জালিয়াতি রুখতে ও সাধারণ মানুষের অর্থনৈতিক সুরক্ষা দেওয়ার জন্যই নিয়মে বদল আনা হয়। পয়লা অক্টোবর থেকে ব্যাঙ্কিং থেকে ইউপিআই লেনদেন, সরকারি নথি সংক্রান্ত নিয়ম থেকে পোস্টাল সার্ভিস, রেল টিকিট বুকিং প্রভৃতি ক্ষেত্রে যে বদল গুলো করা হয়েছে, সেগুলো সম্পর্কে বিস্তারিত জানাতে আজকের এই প্রতিবেদন।

দেখে নিন ১ অক্টোবর থেকে কোন কোন ক্ষেত্রে কি ধরনের পরিবর্তন করা হয়েছে

১) ইউপিআই লেনদেন: বর্তমানে বেশিরভাগ ব্যক্তি অনলাইন কেনাকাটা করে থাকেন। এই অনলাইন কেনাকাটার জন্য ইউপিআই অ্যাপ দারুন জনপ্রিয়তা পেয়েছে। পেটিএম, গুগল পে, ফোন পে, অ্যামাজন পে এগুলোর মতন বিভিন্ন ইউপিআই অ্যাপ ইন্সটল করে নিয়ে ব্যাংকিং একাউন্ট অ্যাটাচ করে খুব সহজেই একটা ক্লিকে অনলাইন পেমেন্ট করে দেওয়া যায়। এইজন্যই এই অ্যাপ এতটাই জনপ্রিয়তা লাভ করেছে। এতদিন পর্যন্ত ইউপিআই মাধ্যমে পার্সন টু পার্সন কালেক্ট রিকোয়েস্ট পাঠানো যেতো। কিন্ত ১ অক্টোবর থেকে পার্সন টু পার্সন ‘কালেক্ট রিকোয়েস্ট’ পাঠানোর সুবিধা বন্ধ করে দেওয়া হয়েছে। এটি করার একমাত্র কারণ জালিয়াতি বন্ধ করতে এবং প্রতিটি ব্যক্তির লেনদেন সংক্রান্ত নিরাপত্তা বৃদ্ধির জন্য।

২) আরবিআই চেক ক্লিয়ারিং: চেক ক্লিয়ারেন্স দেওয়ার প্রক্রিয়ায় বড় বদল এনেছে রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এতদিন পর্যন্ত ব্যাচ-বেসড চেক প্রসেসিংয়ের জন্য ২৪ থেকে ৭২ ঘণ্টা সময় লেগে যেতো। এর ফলে গ্রাহকদের বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে হতো। ১ অক্টোবর থেকে কনটিনিউয়াস ক্লিয়ারিংয়ের পথে হাঁটছে আরবিআই। ৪ অক্টোবর থেকে ব্যাচ-বেসড চেক প্রসেসিংয়ের ক্ষেত্রে আর ২ থেকে ৩ দিন সময় লাগবে না। কয়েক ঘণ্টার মধ্যেই আপনি চেক প্রসেসিং করিয়ে আপনার একাউন্টে টাকা পেয়ে যাবেন। আগামী বছর ৩ জানুয়ারি থেকে টি প্লাস ৩ ক্লিয়ারেন্স নীতি কার্যকর করা হবে। এই নিয়ম কার্যকর করা হলে চেক জমা দেওয়ার ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে গ্রাহকের একাউন্টে টাকা পেয়ে যাবেন।

আরোও পড়ুন:- ঋণের কিস্তি না মেটালেই এবার থেকে লক হবে ফোন, নতুন প্রযুক্তি আনতে চলেছে রিজার্ভ ব্যাংক।

৩) ব্যাংক চার্জ: দেশের শীর্ষ স্থানীয় ব্যাংক গুলোতে বিভিন্ন পরিষেবায় চার্জ বৃদ্ধি করা হয়েছে ১ অক্টোবর থেকে। এইচডিএফসি, পিএনবি, ইয়ের ব্যাঙ্কে পরিষেবার জন্য ধার্য চার্জে বদল করা হয়েছে। জানা যাচ্ছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক লকার চার্জ বৃদ্ধি করেছে। অর্থাৎ এই নিয়ম চালু হওয়ায় গ্রাহকদের চাপ বাড়তে চলেছে।

৪) টিকিট বুকিং নিয়ম: ১ অক্টোবর থেকে অনলাইন রেলওয়ে টিকিট বুকিং নিয়ম পরিবর্তন করা হয়েছে। এখন থেকে যে সমস্ত ব্যক্তির মোবাইল নম্বরের সাথে আধার কার্ড লিঙ্ক করা রয়েছে এবং আইআরসিটিসি লিংকের সাথে আধার অথেন্টিকেট করা ইউজ়াররা শুধুমাত্র রিজ়ার্ভেশন শুরুর প্রথম ১৫ মিনিটের মধ্যে টিকিট বুকিং করতে পারবেন। এইসময় এজেন্ট বা আধার অথেন্টিকেট না করা ইউজ়াররা টিকিট বুকিং করার সুযোগ পাবেনা। এই নিয়ম করার কারণ যাতে এজেন্টদের রমরমা ব্যবসা বন্ধ করা যায়, যাত্রী সুরক্ষা ও যথাযথ রিয়াল যাত্রীরাই যাতে টিকিট বুকিং করতে সচেষ্ট হতে পারে।

৫) স্পিড পোস্ট সার্ভিস: ভারতীয় ডাকব্যবস্থায় স্পিড পোস্ট সার্ভিসেও ১ অক্টোবর থেকে কিছু নিয়মে পরিবর্তন আনা হয়েছে। স্পিডপোস্টে এখন থেকে আলাদা করে জিএসটি চার্জ বিল দেওয়া হবে। এছাড়া গ্রাহকরা স্পিড পোস্টে ওটিপি বেসড ডেলিভারির জন্য আবেদন করতে পারবেন। এরফলে স্পিড পোস্টের খরচ আগের থেকে বৃদ্ধি পাবে।

৬) গোল্ড লোন রিপেমেন্ট: গোল্ড লোন যারা নিয়ে থাকেন তাদের জন্য কিছুটা স্বস্তি দিয়েছে রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আগের থেকে লোন পরিশোধের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। আগে গোল্ড লোন পরিশোধের সময়সীমা ছিল ১৮০ দিন। ১ অক্টোবর থেকে এই সময়সীমা বাড়িয়ে ২৭০ দিন করা হয়েছে।

অতএব, ১ অক্টোবর থেকে একাধিক নিয়মে বড়সড়ো পরিবর্তন আনা হয়েছে। কিছুক্ষেত্রে সাধারণ নাগরিকের সুবিধা হয়েছে। কিছু ক্ষেত্রে সমস্যা হতে পারে, যেহেতু এক্সট্রা চার্জ কিছু নিয়মে বেড়েছে। তবে যে নিয়মগুলো সাধারণ মানুষের কথা ভেবে সুবিধাজনক করে দেওয়া হয়েছে তারফলে অনেকটাই উপকৃত হবেন সাধারণ নাগরিকরা।

Join Group Join Group