বর্তমানে প্রত্যেকটি ব্যক্তি সেভিংস অ্যাকাউন্টের থেকে ফিক্সড ডিপোজিট করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন।কারণ ফিক্সড ডিপোজিট করলে বর্তমানে বিভিন্ন ব্যাংকগুলো বেশি হারে সুদ প্রদান করছে বিনিয়োগের অর্থের ওপর। এছাড়া ফিক্সড ডিপোজিট করলে নিশ্চিত রিটার্ন পাওয়া যায়। বর্তমানে SBI এফডি এর ওপর অনেকরকম সুবিধা এনেছে। এসবিআই হচ্ছে সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক। এই ব্যাংকে গ্রাহকের সংখ্যা অনেক। এজন্য এসবিআই গ্রাহকের সুবিধার কথা ভেবে মাঝেমধ্যে বিভিন্ন রকম FD নতুন প্ল্যান বের করেন। সম্প্রতি SBI একটি নতুন ফিক্সড ডিপোজিট প্ল্যান নিয়ে এসছে, যেখানে কোনো ব্যক্তি যদি তাঁর স্ত্রীর নামে FD তে বিনিয়োগ করেন তাহলে মেয়াদ শেষে তাঁর মালকিন হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি যদি SBI এর এই নতুন প্ল্যান সম্পর্কে জানতে ইচ্ছুক থাকেন তাহলে এই প্রতিবেদনটি পড়ুন।
SBI তরফে যে নতুন ফিক্সড ডিপোজিট প্ল্যান এনেছেন, তাতে বিনিয়োগ করলে মাত্র ৩ বছরে আপনি অনেক মোটা টাকার অংক হাতে পাবেন। এরসাথে পেয়ে যাবেন আয়কর ছাড়ের সুবিধা।
যখন কোনো ব্যাংকে বিনিয়োগ করবেন তখন সবসময় লক্ষ্য রাখবেন, আপনার বিনিয়োগের ওপর প্রাপ্ত সুদের হার কত দেওয়া হচ্ছে এবং মেয়াদ শেষে নিশ্চিত রিটার্ন পাবেন কিনা। সেইদিক থেকে দেখলে SBI হলো একটি ভরসাযোগ্য বিশ্বস্ত আর্থিক প্রতিষ্ঠান।
SBI এর সবচেয়ে বড় FD প্ল্যান যা আপনি আপনার স্ত্রীর নামে করার সুযোগ পাবেন। এই FD তে বিনিয়োগ করলে আপনি ৩৫ মাস অর্থাৎ ৩ বছরের মেয়াদে এফডিতে সুদের হার পাবেন ৬.৪৫ শতাংশ। অর্থাৎ অনেকটাই সুদ দেওয়া হবে বিনিয়োগকারী অর্থের ওপর। যেটা মেয়াদ শেষে মোটা টাকা রিটার্ন পেতে সাহায্য করবে।
আপনি যদি স্ত্রীর নামে ২ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে ৩ বছর পর যে সুদ সমেত মূল টাকা পাবেন তার মাধ্যমে আপনার কোনো একটি বিশেষ প্রয়োজনে আর্থিক চাহিদা পূরণ হবে। FD তে বিনিয়োগ শুধুমাত্র আর্থিক নিরাপত্তা নিশ্চিত করে না, এটা আপনার আর্থিক প্রয়োজনীয়তা পূরণ করে।
বিনিয়োগ পরিমাণ ও সুদের হার: ২-৩ বছরের এফডিতে সুদের হার ৬.৪৫ শতাংশ হলে, আপনি যদি ২ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে ম্যাচিওরিটির সময়ে মোট ২,৪১,০৩৪.৯০ টাকা পাবেন। যার মধ্যে ৪১,০৩৪.৯০ টাকা রিটার্ন পাবেন যেটা আপনার বিনিয়োগ করা সুরক্ষিত অর্থ।
আপনি নিজের নামে বিনিয়োগ করতে পারেন FD তে, কিন্তু এতে কর ছাড়ের সুবিধা পাবেন না। কিন্ত আপনি যদি স্ত্রীর নামে FD করেন, তাহলে এই বিশেষ সুবিধা পাবেন। কারণ বেশিরভাগ সময়ে স্ত্রীর নামে FD করলে আয়কর ছাড় পাওয়া যায়। বিশেষ করে স্ত্রী যদি গৃহবধূ হয়ে থাকে। যদি এফডির থেকে প্রাপ্ত সুদ এক অর্থবর্ষে ৪০,০০০ টাকার বেশি হয়ে থাকে সেক্ষেত্রে ব্যাঙ্ক ১০ শতাংশ টিডিএস কাটে ৷ যদি আপনার স্ত্রী চাকরি করে থাকেন,কিন্ত আয় কম হয় সেক্ষেত্রে 15G ফর্মপূরণ করে আয়কর থেকে বাঁচতে পারবেন আপনি।
অন্যদিকে, আপনি যদি জয়েন্ট অ্যাকাউন্ট খোলেন এবং স্ত্রীর নাম যদি প্রথমে রাখেন, তাহলে সুদ হিসাবে যা রোজগার হবে তা স্ত্রীর নামেই ধরা হবে সেক্ষেত্রে কম কর দিতে হতে পারে।
সবসময় FD বিনিয়োগ করার ক্ষেত্রে এইসমস্ত ব্যাপার ভালো করে বিচার বিবেচনা করে বিনিয়োগ করা জরুরি। তাহলে আপনার বিনিয়োগ থেকে লাভ অনেকটা বেশী হবে এবং মেয়াদ শেষে নিশ্চিত লাভজনক রিটার্ন পাবেন।
আপনি যদি এই প্ল্যান সমন্ধে জেনে আপনার স্ত্রীর নামে SBI তে FD বিনিয়োগ করতে চান, তাহলে আপনার নিকটবর্তী SBI ব্রাঞ্চে গিয়ে এই প্ল্যান সম্পর্কে বিস্তারিত জেনে বিনিয়োগ করুন এবং মোটা টাকা রিটার্ন পেয়ে মালকিন হওয়ার সুবিধা গ্রহণ করুন।