Chat on WhatsApp

কেন্দ্র সরকারের সেরা তিনটি স্কলারশিপে উপকৃত হচ্ছেন দেশের লক্ষ লক্ষ ছাত্রছাত্রী, দেখে নিন কারা এই স্কলারশিপের জন্য যোগ্য।

রাজ্য সরকারের পাশাপাশি কেন্দ্র সরকারও দেশের ছাত্রছাত্রী জন্য একাধিক স্কলারশিপ প্রদান করেন। এই স্কলারশিপে প্রতিবছর উপকৃত হন লক্ষ লক্ষ ছাত্রছাত্রী। আজ, কেন্দ্র সরকারের সেরা তিনটি স্কলারশিপ আপনাদের জানাবো। যেগুলো সকল ছাত্র- ছাত্রীরাও আবেদন করতে পারবে।

১) ন্যাশনাল স্কলারশিপ (NSP):-ভারত সরকারের অন্যতম জনপ্রিয় স্কলারশিপ হল NSP. এই স্কলারশিপের মাধ্যমে প্রতিবছর দেশের প্রচুর শিক্ষার্থীরা উপকৃত হন। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার এই স্কলারশিপের মাধ্যমে আর্থিক ভাবে পিছিয়ে পড়া স্টুডেন্টদের বার্ষিক সর্বনিম্ন ১০০০০ টাকা থেকে সর্বোচ্চ ৫০০০০ টাকা পর্যন্ত বৃত্তি প্রদান করেন। ক্লাস ও কোর্স অনুযায়ী বৃত্তির পরিমাণ আলাদা থাকে।

মোট তিনটে বিভাগে এই স্কলারশিপ দেওয়া হয়। যথা – প্রি- ম্যাট্রিক (মাধ্যমিক স্তরের জন্য), পোস্ট- মেট্রিক (উচ্চমাধ্যমিক স্তরের জন্য) এবং মেরিট স্কলারশিপ (কলেজ স্তরে উচ্চশিক্ষার জন্য)

এই স্কলারশিপের জন্য কি যোগ্যতা লাগবে

a) অবশ্যই ভারতীয় নাগরিক।

b) দেশের যে কোন শিক্ষা প্রতিষ্ঠানের স্টুডেন্ট হতে হবে।

c) পারিবারিক বার্ষিক আয় – ২.৫ লাখের নিচে।

d) সর্বশেষ ফাইনাল পরীক্ষায় ৫০% মার্কস পেতে হবে।

আবেদনের জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন –

a) আধার কার্ড।

b) ব্যাংক একাউন্ট ।

c) ফাইনাল পরীক্ষার মার্কশিট।

d) পরিবারের ইনকাম সার্টিফিকেট।

c) পাসপোর্ট সাইজ ফটো।

আবেদন করার পদ্ধতি :-অনলাইনে ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে গিয়ে আবেদন করা যাবে।২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য আবেদন শুরু হয়েছে। খুব সম্ভবত অক্টোবর পর্যন্ত পোর্টাল খোলা থাকবে, তাই দ্রুত আবেদন করুন।

আরো ও পড়ুন:- পোস্ট অফিসে টাকা জমানোর সেরা ৫ টি স্কিম, এক ঝলকে দেখে নিন।

২) সেন্ট্রাল সেক্টর স্কলারশিপ:- এই স্কলারশিপ হল দেশের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য একটি ভালো স্কলারশিপ। এই স্কলারশিপেও প্রতিবছর হাজার হাজার ছাত্রছাত্রী বৃত্তি পান। দেশের শিক্ষামন্ত্রক গত ২০০৮ সাল থেকে এই স্কলারশিপ প্রদান করে আসছে । এই স্কলারশিপ শুধু মাত্র কলেজ ও বিশ্ববিদ্যালয় স্তরের স্টুডেন্টদের জন্য। এই স্কলারশিপের দ্বারা পড়ুয়ারা বার্ষিক ১২০০০ টাকা থেকে সর্বোচ্চ ২০০০০ টাকা পর্যন্ত পেয়ে থাকেন। বিভিন্ন স্কোর্সের জন্য এই স্কলারশিপের বৃত্তির পরিণাম ভিন্ন ।

এই স্কলারশিপে আবেদনের যোগ্যতা হল – 

a) উচ্চমাধ্যমিক বা দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হতে হবে।

b) উচ্চমাধ্যমিক বা দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় ৮০% মার্কস থাকতে হবে।

c) কলেজে স্নাতক স্তরে ভর্তি হতে হবে।

d) পারিবারিক আয় বার্ষিক ৪.৫ লাখের নিচে হতে হবে।

আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস – 

a) উচ্চমাধ্যমিক পরীক্ষার মার্কশিট ।

b) আধার কার্ড।

c) ব্যাংক একাউন্ট।

d) কলেজে ভর্তির রশিদ।

e) পরিবারের ইনকাম সার্টিফিকেট।

আবেদন করার পদ্ধতি :- ভারত সরকারের শিক্ষা দপ্তরের জাতীয় বৃত্তি পোর্টালে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। সম্ভবত প্রতিবছর সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত এই স্কলারশিপের আবেদন চলে।

৩) PM স্কলারশিপ স্কিম:-আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের ছাত্রছাত্রীদের জন্য এই স্কলারশিপ প্রকল্প চালু করেছেন। প্রতিবছরই এই স্কলারশিপের মাধ্যমে একটা বড় অংকের অর্থ প্রদান করা হয় ছাত্রছাত্রীদের জন্য। এই স্কলারশিপের দ্বারা একজন পড়ুয়াকে সর্বোচ্চ ৭৫ হাজার টাকা পর্যন্ত প্রদান করা হয় । আবেদনকারী যদি ছাত্র হন, তাহলে বৃত্তির পরিণাম মাসিক ২৫০০ টাকা । যা তিন বছরে প্রায় ৭৫০০০ টাকার মতো। অন্যদিকে, আবেদনকারী যদি ছাত্রী হন, তাহলে বৃত্তির পরিণাম মাসিক ৩০০০ টাকা। যা দুই বছরে সর্বোচ্চ ৭৫০০০ টাকার মতো।

এই স্কলারশিপে আবেদনের যোগ্যতা – 

a) উচ্চমাধ্যমিক বা দ্বাদশ শ্রেনীতে নূন্যতম ৬০% মার্কস পেতে হবে।

b) ভারতীয় সেনা, আধাসামরিক বাহিনী ও রেল সুরক্ষা বাহিনীর সন্তান হতে হবে।

c)SC, ST ও OBC শ্রেণীভুক্ত হতে হবে।

d)শুধু মাত্র প্রোফেশনাল কোর্সের (যেমন – MBBS,B.TECH,BBA, MBA, BCA, B SC NURSING, B PHARM ইত্যাদি) পড়ুয়াদের জন্য।

এই স্কলারশিপে আবেদনের জন্য ডকুমেন্টস –

a) উচ্চমাধ্যমিকের মার্কশিট।

b)SC, ST এবং OBC সার্টিফিকেট।

c) বাবা কিংবা মায়ের চাকরির প্রমাণপত্র।

d) প্রোফেশনাল কলেজে ভর্তির প্রমানপত্র।

e) আধার কার্ড।

f) ব্যাংক একাউন্ট।

এই স্কলারশিপের আবেদনের পদ্ধতি :-প্রধানমন্ত্রী স্কলারশিপ স্কিমের ওয়েবসাইটে গিয়ে অনলাইনের আবেদন করতে হবে। ২০২৫ সালের জন্য ফরম ফিলাপ চলছে, দ্রুত আবেদন করুন, হাতে সময় বেশি নেই।

Leave a Comment