কন্যা সন্তানদের জন্য কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে রাজ্য সরকার বিভিন্ন রকম প্রকল্প এনেছেন। শুধুমাত্র প্রকল্প নয়, বিভিন্ন রকম স্কলারশিপ নিয়ে এসেছে স্কুল ও কলেজে ছাত্র-ছাত্রীদের জন্য। CBSE শুধুমাত্র গার্লস স্টুডেন্টদের জন্য একটি বিশেষ স্কলারশিপ নিয়ে এসেছেন যার সুবিধা আপনার বাড়ির কন্যা সন্তান কেউ পেতে পারে। CBSE পরিচালিত এই স্কলারশিপ পেতে হলে আপনাকে কি কি করতে হবে? কি রকম যোগ্যতা লাগবে এসব বিস্তারিত তথ্য থাকছে আজকের এই প্রতিবেদনে।
চলতি বছরের শুরুতেই সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন পক্ষ থেকে “সিঙ্গেল গার্ল চাইল্ড স্কলারশিপ” শুরু করা হয়েছে। আপনার বাড়িতে যদি দশম শ্রেণীতে পাঠরত মেধাবী কন্যা সন্তান থাকে তাহলে তার জন্য আপনি এই স্কলারশিপ এর জন্য আবেদন করতে পারেন। বিশেষ করে স্কলারশিপ দেওয়া হয় এমন পড়ুয়াদের যারা পড়াশোনায় অত্যন্ত মেধাবী হয়। শুধুমাত্র মেধাবী নয় মেধাবী এবং দুস্থ পড়ুয়াদের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য এবং পড়াশোনা যাতে আর্থিক অবস্থার কাছে বাধা না হয়ে দাঁড়ায় তার জন্য মেধাবী স্টুডেন্টদের স্কলারশিপ দেওয়া হয়। CBSE শুধুমাত্র কন্যা সন্তানদের জন্য এই স্কলারশিপের ব্যবস্থা করেছেন। আপনার বাড়ির কন্যা যদি দশম শ্রেণীতে পড়ে তাহলে আপনি তার জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও গত বছর যদি দশম শ্রেণীতে পড়ার সময় এইট স্কলারশিপে আবেদন করেছিলেন তাহলে এইবার পুনর্নবীকরণের জন্য আবেদন করতে পারবেন।
আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা :-
১) এই স্কলারশিপে আবেদনের জন্য আপনার বাড়ির কন্যা সন্তান দশম শ্রেণীতে পাঠরত হতে হবে। অর্থাৎ একাদশ ও দ্বাদশ দুইবারের জন্য এই বৃত্তি দেওয়া হবে।
২) CBSE বোর্ডের স্টুডেন্ট হতে হবে।
৩) দশম শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার সময় ৭০ শতাংশ নম্বর নিয়ে পাশ করতে হবে।
৪) পরিবারের একমাত্র কন্যা সন্তানের জন্যই এই স্কলারশিপ চালু করা হয়েছে সুতরাং আপনার কন্যা সন্তান একমাত্র সন্তান হতে হবে।
৫) দশম শ্রেণিতে স্কুলের প্রতি মাসের টিউশন ফি ২,৫০০ টাকার বেশি হলে চলবে না। একাদশ ও দ্বাদশ প্রতি শিক্ষাবর্ষে স্কুলের একাদশ বা দ্বাদশ স্তরে প্রতি মাসের টিউশন ফি ৩,০০০ টাকার বেশি হওয়া যাবে না।
আরোও পড়ুন:- “ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্প” স্কিমে পেয়ে যান ৫ লক্ষ টাকা লোনের সুবিধা
বৃত্তির পরিমাণ: একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে দুইবার স্কলারশিপ এর বৃত্তি দেওয়া হয়। দুইবার বছরে ১০০০ টাকা করে বৃত্তি দেওয়া হবে। তবে প্রতিবছর শর্ত সাপেক্ষে বৃত্তির পরিমাণ বাড়ানো হতে পারে।
আবেদন প্রক্রিয়া: আবেদন করার জন্য আবেদনকারীকে CBSE মূল ওয়েবসাইটে গিয়ে স্কলারশিপ বিভাগ থেকে আবেদন পত্র নির্বাচন করে আবেদনপত্রের সম্পূর্ণ তথ্য সঠিকভাবে পূরণ করে উল্লিখিত ডকুমেন্ট করে আপলোড করতে হবে। আবেদন সংক্রান্ত তথ্য ডিটেইলস জানার জন্য ওয়েবসাইটটি ফলো করুন।
যে সমস্ত পড়ুয়া রিনিউয়ালের জন্য আবেদন করবেন সেই আবেদন পত্র ওই ওয়েবসাইট থেকেই পেয়ে যাবেন।
এই স্কলারশিপ এর জন্য আবেদন করার শেষ তারিখ হচ্ছে ২৩ অক্টোবর ২০২৫। যে সমস্ত পড়ুয়া CBSE বোর্ডে দশম শ্রেণি উত্তীর্ণ হয়েছে ৭০% নাম্বার নিয়ে, তারা অবশ্যই এই স্কলারশিপ এ আবেদন করে স্কলারশিপ এর সুবিধা গ্রহণ করুন। CBSE বোর্ডের তরফ থেকে সিঙ্গেল গার্ল চাইল্ড স্কলারশিপ একটি অভিনব বৃত্তি প্রকল্প যার মাধ্যমে মেধাবী পড়ুয়াদের পড়াশোনার প্রতি আগ্রহকে আরো বাড়ানোর জন্য ক্ষুদ্রতম প্রয়াস। এই প্রকল্পের বৃত্তি অনুদান পড়ুয়াদের পড়াশোনার প্রতি মনোযোগ আরো বৃদ্ধি করে। এছাড়াও অনুদান বৃত্তি টাকা পড়ুয়াদের পড়াশোনার জন্য অনেকটাই আর্থিক ব্যয় লাঘব করে।